বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব ১৯ জুলাই

আগামীকাল ১৯ জুলাই, ২০২১ তারিখ বিকেল তিনটায় বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব আয়োজিত হবে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের একই বিষয়ের উপর কেইস স্ট্যাডি, গাণিতিক সমস্যা এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের সম্মুখিন হতে হবে। উল্ল্যেখ্য, চূড়ান্ত পর্বের সকল অংশগ্রহণকারী ও বিজয়ীদের সনদপত্র দেয়া হবে। একই সাথে এবং ৪০ জনের নির্বাচিত দল নিয়ে ক্লাইমেট ক্যাম্প আয়োজন করা হবে যেখানে দেশবরেণ্য শিক্ষকগণ প্রশিক্ষক হিসেবে থাকবেন। চুড়ান্ত পর্বের প্রস্তুতিসহ, পরবর্তী বিভিন্ন নির্দেশনার জন্য ক্লাইমেট অলিম্পিয়াডের ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে হবে। যেকোন সমস্যায় মেসেজ করা যাবে ক্লাইমেট অলিম্পিয়াডের ফেইসবুক পেইজে।

উল্লেখ্য বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করন সমিতি দেশে প্রথম বারের মত আয়োজন করছে বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড ২০২১। প্রথমবারের এই আয়োজনে ১৪৫৪ জন অংশগ্রহণকারী নিবন্ধন করেছে।

Share This